বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কমরেড অমল সেন স্মরণসভা

সংবিধানে বিসমিল্লাহ রেখে অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলা যায় না

নিজস্ব প্রতিবেদক, যশোর

কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কমরেড অমল সেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, সংবিধানে বিসমিল্লাহ রেখে অসাম্প্রদায়িক চেতনা গড়ে তোলা যায় না। বক্তারা বলেন, রাজনীতি এখন শহরকেন্দ্রিক ও ধনীদের হাতে জিম্মি হয়ে পড়েছে। গ্রামের খেটে খাওয়া মানুষের ভাগ্য বদলে তেমন কোনো উদ্যোগ নেই। অথচ ব্যাংকসহ বিভিন্ন সেক্টরের হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। গতকাল বিকালে যশোরের বাকড়িতে এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক।

অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন বিমল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মোস্তফা লুত্ফুল্লা এমপি, হাফিজুর রহমান এমপি, টিপু সুলতান এমপি ও আবদুর রশিদ প্রমুখ। স্মরণসভার আগে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা অমল সেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সর্বশেষ খবর