বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘নার্স নিয়োগ পরীক্ষায় তুঘলকি কাণ্ড’ শিরোনামে গতকাল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রতিবাদপত্রে প্রকাশিত সংবাদকে অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করা হয়েছে। প্রতিবাদপত্রে বলা হয়, লিখিত পরীক্ষার ফলাফলে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। বিশেষ কোনো জেলা বা উপজেলা ভিত্তিক কোনো প্রার্থী নির্বাচনের সুযোগ নেই। একইভাবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নির্বাচনী পরীক্ষায় উপাচার্যের কোনো প্রকার প্রভাব খাটানোরও সুযোগ নেই।

প্রতিবেদকের বক্তব্য : সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। নার্স নিয়োগে লিখিত পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রভাব খাটিয়েছেন তা প্রতিবেদনের কোথাও নেই। সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে উপাচার্যের যথাযথ বক্তব্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সর্বশেষ খবর