বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তিন রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

কক্সবাজার প্রতিনিধি

উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, ডেনমার্কের রাষ্ট্রদূত মিকাইল হেমনিটি উনেটার ও নরওয়ের রাষ্ট্রদূত সিডমেল ব্রেকেন। গতকাল সকালে কুতুপালং ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গাদের বর্তমান অবস্থা তুলে ধরেন ক্যাম্প ইনচার্জ মো. শামসুদ্দোজ্জা। পরে তিন দেশের রাষ্ট্রদূত কুতুপালং বনভূমির পাহাড়ে ঝুপড়ি বেঁধে আশ্রয় নেওয়া রোহিঙ্গা বস্তি ঘুরে দেখেন। তারা রোহিঙ্গাদের সংকট, সমস্যা ও জীবন-জীবিকা সম্পর্কে কথা বলেন এবং অবহিত হন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুুল হক টুটুল, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) কাজী হুমায়ুন রশিদ ও উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়েরসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।

সর্বশেষ খবর