বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চাঁদে পা রাখা সর্বশেষ নভোচারী কারন্যান আর নেই

প্রতিদিন ডেস্ক

চাঁদের বুকে সর্বশেষ পা রাখা অবসরে থাকা মার্কিন মহাকাশ বিজ্ঞানী জিন কারন্যান (৮২) মারা গেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এক টুইট বার্তায় এ তথ্য জানায়। নাসা বলছে, এটা অপূরণীয় ক্ষতি। গতকাল বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যে তিনজন ব্যক্তি চাঁদে দুবার  গেছেন কারন্যান তাদেরই একজন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চাঁদের মাটিতে পা রেখেছিলেন জিন কারন্যান। এরপর আর কেউ চাঁদে পা রাখেননি। ১৯৭২ সালে তিনি ‘অ্যাপোলো ১৭’ মিশনের কমান্ডার ছিলেন।

সর্বশেষ খবর