বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নবম ওয়েজ বোর্ডের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ গঠনের দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ব্যানারে আয়োজিত সমাবেশে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রপতির নৈতিক সমর্থন ও প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তথ্য মন্ত্রণালয় নবম ওয়েজ বোর্ড গঠন নিয়ে টালবাহানা করছে। এমনকি তথ্যমন্ত্রীর সঙ্গে বিএফইউজে ও ডিইউজের নেতাদের সর্বশেষ বৈঠকে ৩১ ডিসেম্বরের মধ্যে ওয়েজ বোর্ড ঘোষণার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন করা হয়নি। ডিইউজের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক নেতা আবদুল জলিল ভূঁইয়া, কুদ্দুস আফ্রাদ, সৈয়দ ইশতিয়াক রেজা ও মধুসূদন মণ্ডল প্রমুখ।

সর্বশেষ খবর