বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অবৈধ ইটভাটা বন্ধে জ্যাকবের নেতৃত্বে অভিযান

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ইটভাটা বন্ধে জ্যাকবের নেতৃত্বে অভিযান

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া নির্মাণ করা আশুলিয়া সাদিয়া ও পাওয়ার ব্রিক ফিল্ডসহ বেশ কয়েকটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট দল। পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট দল গতকাল দিনভর এই অভিযান চালায়। এই অভিযানে আশুলিয়ার বিভিন্ন অবৈধ ইটভাটায়ও অভিযান চালানো হয়। এ ছাড়া সাভারে পরিত্যক্ত টায়ার থেকে পরিবেশ দূষণকারী বিষাক্ত বর্জ্য উৎপাদনের বিভিন্ন অবৈধ কারখানা বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

 উপমন্ত্রী জ্যাকব বলেন, অবৈধভাবে স্থাপিত এসব ইটভাটা ব্যাপকভাবে পরিবেশ দূষিত করছিল। লাইসেন্সবিহীন এসব ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান চলবে। তিনি বলেন, আমরা একটি দূষণমুক্ত ও পরিবেশবান্ধব এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে চাই। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এসব ইটভাটা আশুলিয়া থানার পুলিশের সহযোগিতায় চলছিল। দীর্ঘ দিন ধরে পুলিশ আর্থিক সুবিধা নিয়ে ইটভাটা মালিকদের অবৈধ ব্যবসার সুযোগ করে দিয়ে আসছিল।

সর্বশেষ খবর