রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘মঙ্গল শোভাযাত্রা’র ইউনেস্কো স্বীকৃতি উদ্যাপন

সাংস্কৃতিক প্রতিবেদক

গেল বছর ৩০ নভেম্বর ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে পয়লা বৈশাখ উদ্যাপনে চারুকলার মঙ্গল শোভাযাত্রা। সেই স্বীকৃতি অর্জনের বিষয়টি উদ্যাপনে গতকাল নানা অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। এর মধ্যে ছিল বেলা ৩টায় শিল্পকলা একাডেমি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রার আদলে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। বাঘ, পাখি, হরিণের পাশাপাশি শাপলা, কাগজের চরকি, বিশালাকৃতির হাতপাখাসহ মঙ্গল শোভাযাত্রার নানা অনুষঙ্গ নিয়ে এ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণির মানুষ।’ শোভাযাত্রা শেষে চারুকলার বকুলতলায় হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সর্বশেষ খবর