সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইতিহাস বিকৃতির দায়ে বন্ধ হলো মোনেম খান কন্যার শিক্ষা প্রতিষ্ঠান

ময়মনসিংহ প্রতিনিধি

স্বাধীনতাবিরোধী মোনেম খানকে ‘শহীদ’ আখ্যা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির দায়ে অবশেষে বন্ধ করা হলো ময়মনসিংহ শহরের অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানটির মালিক মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী তত্কালীন পূর্ব পাকিস্তানের গবর্নর আবদুল মোনেম খানের মেয়ে নাসরিন মোনেম খান। গতকাল রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে স্থানীয় প্রশাসন প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। পরে মূল ফটকের সামনে নির্দেশনার একটি কপি টানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুহাম্মদ আবদুল লতিফ সাংবাদিকদের জানান, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী তত্কালীন পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মোনেম খানকে ‘শহীদ’ আখ্যা দেওয়া, রাষ্ট্রীয় বিধি-বিধান অনুসরণ না করাসহ নানাভাবে স্বাধীনতার ইতিহাস বিকৃতি করায় মন্ত্রণালয়ের নির্দেশে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন অন্যত্র ভর্তি হতে পারে সেজন্য কিছুদিন অফিস খোলা রাখা হবে। জানা যায়, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল। তখন স্কুলের দেয়ালে খোদাই করে লেখা হয় ‘শহীদ’ মোনেম খান। এর উপরে দেয়াল খোদাই করে করা হয় পাকিস্তানি পতাকার মতো চাঁদ ও তারার প্রতীক। ’৯০-এর ছাত্র নেতারা ধৃষ্টতাপূর্ণ এসব বাক্য মুছে ফেলেন। সম্প্রতি আবারও স্কুলের লিফলেটে মোনেম খানকে শহীদ আখ্যায়িত করায় ফের আন্দোলনে নামেন ’৯০-এর গণআন্দোলনের ছাত্র নেতারা।

 এর প্রেক্ষিতে গত বছরের অক্টোবরে বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়। পরে স্থানীয় প্রশাসন ওই মাসেই একটি তদন্ত কমিটি গঠন করে। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অবশেষে বন্ধ করে দেওয়া হলো প্রতিষ্ঠানটি।

সর্বশেষ খবর