সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘ধর্মের অবমাননা বন্ধ করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

ইসলামের অবমাননা হলে এর সুযোগ নেয় জঙ্গিরা। তখন জঙ্গিরা বেপরোয়া ও নৃশংস হয়ে ওঠে। তাই ইসলামসহ কোনো ধর্মের অবমাননা যাতে না হয় সরকারকে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্মদ্রোহিতাকে কিছুতেই ছাড় না দিতে এবং জঙ্গিদের শেকড় উপড়ে ফেলতে কঠোর আইনি পদক্ষেপ প্রয়োজন। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বিভাগের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর সভাপতি শাহ জালালের সভাপতিত্বে ও মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ রইস উদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাকিম, অর্থ সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ওয়ালি উল্লাহ আশেকী, মোখতার রেজা মাসুমী, ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাদেকুর রহমান খান প্রমুখ।

সর্বশেষ খবর