সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাটের হারানো ঐতিহ্য ফিরে এসেছে : মির্জা আজম

জামালপুর ও মাদারগঞ্জ প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, দেশে পাটের হারানো ঐতিহ্য ফিরে এসেছে। দেশে পাটের নানামুখী ব্যবহারের পরিকল্পনার অংশ হিসেবে পাট থেকে জিন্সপ্যান্ট, ব্লেজার, পাঞ্জাবি, বিছানার চাঁদর, শাড়ি, লুঙ্গিসহ নানা পণ্য তৈরি হবে। এসব পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হবে। গতকাল মাদারগঞ্জ বালিজুড়ি বাজারের লতিফ বাওয়ানী জুট মিলে বিজেএমসির এসএমএসভিত্তিক পাট ক্রয় কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিজেএমসি চেয়ারম্যান ড. মো. মাহমুদুল হাসান, এটুআই প্রোগ্রাম (ইনোভেশন) পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির প্রমুখ। 

‘ক্লিন জামালপুর-গ্রিন জামালপুর’: এদিকে মির্জা আজম এমপি সকালে ‘ক্লিন জামালপুর-গ্রীন জামালপুর’ কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসন ও জামালপুর পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান। বক্তব্য রাখেন, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান ছানা, মাসুম রেজা রহিম প্রমুখ।

সর্বশেষ খবর