সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাঁওতালসহ গাইবান্ধার ৭১ জনের জামিন

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চিনিকল কর্তৃপক্ষের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদের সময় সংঘর্ষের আগে এবং পরে পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের চারটি মামলায় সাঁওতালসহ ৭১ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। পৃথক আটটি জামিন আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ওবায়দুর রহমান, মাহজাবীন রব্বানী ও সামিউল আলম সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। গত বছর ৩ জুলাই গোবিন্দগঞ্জের খামার এলাকায় বাড়ি-ঘর তোলার অভিযোগে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন চিনিকলের এমডি আবদুল আউয়াল। একই বছরের ৭ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করে। খামারে থাকা দখলদারদের উচ্ছেদ করতে গেলে পুলিশের ওপর হামলার অভিযোগ এনে এসআই আকতারুজ্জামান ১২ জুলাই ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। ২৪ সেপ্টেম্বর খামারে অবৈধ প্রবেশের অভিযোগ এনে ৫১ জনের বিরুদ্ধে মামলা করে চিনিকল কর্তৃপক্ষ। সবগুলো মামলাই গোবিন্দগঞ্জ থানায় করা হয়। এসব মামলার মধ্যে একজন একাধিক মামলারও আসামি রয়েছেন।

সর্বশেষ খবর