সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আইন পেশায় ৫০ বছর উত্তীর্ণ ১৮ জনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

আইন পেশায় ৫০ বছর উত্তীর্ণ হওয়া ১৮ জন জ্যেষ্ঠ আইনজীবীকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল এ উপলক্ষে আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত আইনজীবীরা বক্তব্য দেন। বক্তব্যে তারা বলেন, এখন সমাজ জটিলতার দিকে চলে গেছে। তাই আইন  পেশায় নতুনদের সততাকে পুঁজি করে এগিয়ে যেতে হবে। তারা বিচারপতি হলে নিরপেক্ষ হবেন। সংবর্ধিত ১৮ আইনজীবী হলেন— বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, ব্যারিস্টার মইনুল  হোসেন, ব্যারিস্টার মো. আবদুস সামাদ, গিয়াস উদ্দিন আহমেদ, এ কে এম লুত্ফর রহমান, মনজুর-উর-রহিম, এম এ ওয়াদুদ ভূঁইয়া, ব্যারিস্টার আবদুল হাসিব, আবদুল বাসেত মজুমদার, এম হাফিজ উল্লাহ, সৈয়দ আবুল মোকাররম, মলয় ভূষণ রায়, বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমদ, আফসার উদ্দিন আহমদ খান, সৈয়দ আহমেদ, খন্দকার মাহবুব  হোসেন ও খাইরুল ইসলাম। 

সর্বশেষ খবর