মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আদালতে ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিন : সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষ ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টকে অবহিত করতেও বলা হয়েছে চিঠিতে। গতকাল হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার বরাবরে এ চিঠি দেন। চিঠিতে বলা হয়, গত ১৮ জানুয়ারি মানবপাচার আইনের এক মামলায় গ্রেফতার আইনজীবী ফজলুল কাদের ও তার স্ত্রী ইয়াছমিন আক্তারের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করার ঘটনায় চট্টগ্রাম আইনজীবী সমিতির কতিপয় আইনজীবী নজিরবিহীনভাবে অনাকাঙ্ক্ষিত পেশাগত অসদাচরণ করেন। তাদের মধ্যে আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্তা আদালতের নথি ছুড়ে মারেন। আইনজীবী চন্দন বিশ্বাস, সাকিল, আউয়াল খান, টি আর খান, প্রদীপ দাশ, শিবলী, মাসুদ পারভেজ, মুস্তাফিজসহ আরও কয়েকজন আদালত প্রাঙ্গণে স্লোগান প্রদান ও বিচারকদের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় আদালত কক্ষ, বিজ্ঞ বিচারকের খাস কামরা ভাঙচুর করে আদালতের মূল্যবান নথি তছনছ করাসহ বিজ্ঞ বিচারককে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সংবাদ কর্মীরা ঘটনার ছবি তুলতে গেলে বিজ্ঞ আইনজীবীরা তাদের বাধা দেন। সাংবাদিক উজ্জ্বল কান্তি ধরের ক্যামেরা কেড়ে নেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

২০০০ সালে অনুরূপ ঘটনায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট আইনজীবীরা গ্রেফতার হন বলেও চিঠিতে উল্লেখ করা হয়। বলা হয়, প্রধান বিচারপতির নির্দেশে বর্তমান ঘটনায় অদ্যাবধি কোনো মামলা দায়ের হয়নি। আদালতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আইনজীবীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশ বার কাউন্সিলের দায়িত্ব।

সর্বশেষ খবর