শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আনুগত্যের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরাই সার্চ কমিটিতে

------- নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি আনুগত্যের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদেরই সার্চ কমিটিতে রাখা হয়েছে। তিনি বলেন, বিএনপি চেয়েছিল এমন ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি করা হোক, যাদের আর কিছু পাওয়ার নেই। কিন্তু সার্চ কমিটি করা হয়েছে—এমন সব ব্যক্তিকে নিয়ে, যাদের পাওয়ার আছে বা ইতিমধ্যেই অনেক পেয়েছেন। এই সার্চ কমিটির কাছে নিরপেক্ষ, শক্তিশালী নির্বাচন কমিশন আশা করা অসম্ভব।গতকাল সন্ধ্যায় নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিলে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল, দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

নজরুল ইসলাম খান বলেন, এমন একজনকে সার্চ কমিটির সদস্য করা হয়েছে, যিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো বিতর্কিত নির্বাচনের সময়ে নির্বাচন কমিশনের সচিব ছিলেন। এর পুরস্কার হিসেবে পরে তাকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান করা হয়। আর যিনি রকীব উদ্দিনের নেতৃত্বে একটি অযোগ্য কমিশনের প্রস্তাব করেছিলেন, তাকে আবারও কমিটির প্রধান করা হয়েছে। যেসব ব্যক্তিকে দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে সরকারি দলের সঙ্গে যুক্ত। তাদের কাছ থেকে নিরপেক্ষ, শক্তিশালী এবং সরকারের আনুগত্যহীন নির্বাচন কমিশন আশা করা অসম্ভব।

সর্বশেষ খবর