রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইউনূস সেন্টারের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইউনূস সেন্টার। গতকাল গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান জানায়, ২৫ জানুয়ারি জাতীয় সংসদের ফ্লোরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কে বেশ কিছু ভুল ও অসত্য মন্তব্য করেছেন। প্রতিবাদে ইউনূস সেন্টার জানায়, গ্রামীণফোনে প্রফেসর ইউনূসের কোনো শেয়ার নেই। তার সব আয়ের কর দেওয়া হয়। তার আয়ের প্রধান উৎস বিভিন্ন দেশে বক্তৃতা থেকে প্রাপ্ত সম্মানী ও তার লেখা বইয়ের রয়্যালটি থেকে প্রাপ্ত আয়। প্রফেসর ইউনূস কর্তৃক প্রতিষ্ঠিত সব কোম্পানি দেশের আইন পুরোপুরি মেনে চলে এবং যথানিয়মে কর পরিশোধ করে থাকে।

সর্বশেষ খবর