রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আলোকিত মানুষ হওয়ার চেষ্টা অব্যাহত রাখুন

----------আবদুল্লাহ আবু সায়ীদ

নিজস্ব প্রতিবেদক

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, কোনো প্রাণীকেই প্রাণী হতে বলা হয় না। কিন্তু মানুষকে মানুষ হতে বলা হয়। আপনারা আলোকিত মানুষ হওয়ার চেষ্টা অব্যাহত রাখুন। বই পড়া কর্মসূচির দুই দিনব্যাপী পুরস্কার বিতরণী উৎসবের শেষ দিন গতকাল বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্বসাহিত্য কেন্দ্র এ উৎসব আয়োজন করে। অনুষ্ঠানে স্থপতি মোবাশ্বের হোসেন উপস্থিত ছিলেন। মোবাশ্বের হোসেন বলেন, আমাদের স্বাধীনতার সংগ্রাম শেষ হয়েছে কিন্তু মুক্তির সংগ্রাম চলছে। পুরস্কার পাওয়া শিক্ষার্থীদের ইঙ্গিত করে বলেন, সেই মুক্তির সংগ্রামের সৈনিক হচ্ছ তোমরা। বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে তোমাদের।

দুই দিনব্যাপী পুরস্কার বিতরণী উৎসবে মোট তিনটি পর্বে ঢাকা মহানগরীর ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ৬৯৮ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ খবর