রবিবার, ২৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মানবকল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে

— খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ ও জনগণের প্রতি আমাদের কর্তব্য ও দায়বদ্ধতা রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে সেবার মনোভাব নিয়ে সমাজের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

গতকাল ‘ড. মোশাররফ ফাউন্ডেশনের অগ্রযাত্রার ১৫ বছর পূর্তি উৎসব’ উপলক্ষে রাজধানীর অদূরে নরসিংদীর পাঁচদোনা এলাকায় ড্রিম হলিডে পার্কে দিনভর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বিলকিস আক্তার হোসেন, পরিচালক খন্দকার মাহবুব হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেন উপস্থিত ছিলেন।

আয়োজনের মধ্যে ছিল— ফাউন্ডেশনের কর্মকাণ্ডের ওপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, বনভোজন, র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানী ঢাকাসহ দাউদকান্দি, মেঘনা ও তিতাস উপজেলা থেকে ড. মোশাররফ ফাউন্ডেশনের সদস্য, ফাউন্ডেশন প্রতিষ্ঠিত স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিএনপির নেতা-কর্মী, শুভানুধ্যায়ীসহ নানা শ্রেণি-পেশার তিন সহস াধিক মানুষ ড্রিম হলিডে পার্কের এ উৎসবে অংশ নেন।

সর্বশেষ খবর