সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বৃক্ষমানবের মতো আরেক রোগী ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

বৃক্ষমানব আবুল বাজানদারের মতো বিরল রোগে আক্রান্ত এক শিশুকন্যার সন্ধান পাওয়া গেছে। সাহানা (১০) নামের এই শিশুকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। জানা গেছে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বালুরচর গ্রামের দিনমজুর শাহজাহান মিয়ার একমাত্র কন্যা সাহানা। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। দুই বছর বয়সে সে মা হারা হয়। জন্মের পর থেকেই তার শরীরে দেখা দেয় বিরল রোগ। মুখমণ্ডলে গাছের শিকড়ের মতো বের হতে থাকে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এর আকৃতি। স্থানীয়ভাবে হোমিও চিকিৎসা দিয়েও কোনো ফল মেলেনি। এ অবস্থায় শিশুটিকে গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বাবা শাহজাহান মিয়া। বার্ন ইউনিটে প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, আবুল বাজানদার যে রোগে আক্রান্ত,  সাহানাও একই রোগে আক্রান্ত। তবে তার রোগের মাত্রা অনেক কম। শিশুটিকে আগামী এক সপ্তাহ পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপর বোর্ড গঠন করে চিকিৎসা করা হবে। আশা করি দুই থেকে তিনটি অপারেশনেই   সে সেরে উঠবে। তবে ওকে বেশ কিছুদিন রাখতে হবে, কারণ রোগটি পুনরায় দেখা দেয় কিনা— তা পর্যবেক্ষণ করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর