সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সংসদে শিপিং করপোরেশন বিল উত্থাপিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ার মূলধন এক হাজার কোটি টাকা নির্ধারণ করে এবং শেয়ারের দাম ১০ টাকা করার বিধান রেখে ‘বাংলাদেশ শিপিং করপোরেশন বিল-২০১৭’ সংসদে উত্থাপিত হয়েছে। 

১৯৭২ সালের রাষ্ট্রপতির জারিকৃত অধ্যাদেশটি রহিত করে আইনটি যুগোপযোগী করতে নতুন আইন আনা হয়েছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে গতকাল নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বিলটি উপস্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলটি আইনে পরিণত হলে ১৯৭২ সালের ‘বাংলাদেশ শিপিং করপোরশেন অর্ডার’ রহিত হবে। আইনটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। আর্থিক সংশ্লিষ্টতা থাকায় এ ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া হয়েছে।

প্রস্তাবিত আইনে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীকে চেয়ারম্যান করে ন্যূনতম সাত এবং অনধিক ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের বিধান রাখা হয়েছে। এ ছাড়া করপোরেশনের শেয়ার হোল্ডারদের মধ্য থেকে দুজন পরিচালক নিয়োগের বিধান রাখা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর