সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সভাপতি থাকার বিষয়ে এমপি মাহবুবুরের ওপর নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদারের দায়িত্ব পালনের ক্ষেত্রে দুই মাসের নিষেধাজ্ঞা জারি করেছে হাই কোর্ট। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি পদে ওই সংসদ সদস্যের দায়িত্ব পালনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও আদালত জানতে চেয়েছে। আইন সচিব, শিক্ষা সচিব, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ২০ জনকে দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন।

সংসদ সদস্য মাহবুবুর রহমান আইনবহির্ভূতভাবে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়টির বৈধতা চ্যালেঞ্জ করে পটুয়াখালীর কলাপাড়া থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান হাই কোর্টে এ রিট করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর