সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সংস্কার না করেই এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সংস্কার নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এদিকে আলোচিত সংস্কার প্রস্তাব পাস না করে গতকাল সংগঠনটির আসন্ন নির্বাচন সামনে রেখে ‘এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড’ গঠন করা হয়েছে। তিন সদস্যের এই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে অধ্যাপক আলী আশরাফ এমপিকে। সদস্য হয়েছেন শামসুল ইসলাম ও কে এম এন মনজুরুল হক। নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন-বিটিএমএ সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনকে। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন— খায়রুল মজিদ মাহমুদ ও মির্জা আবু মনসুর। জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সংস্কারের জন্য সময় লাগবে। পরবর্তী কমিটি এসে এই সংস্কার করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর