মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রশ্নফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভুয়া প্রশ্ন তৈরি করে ব্যবসা করার প্রবণতা বন্ধেও উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল জাতীয় মনিটরিং এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির এক সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যেসব জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়, সেসব জায়গায় প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। বিজি প্রেসের পুরো সিস্টেম পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, একটি চক্র ভুয়া প্রশ্নপত্র বানিয়ে এবং গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতায় এদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে। মন্ত্রী বলেন, জাতীয় মনিটরিং কমিটির কার্যক্রমের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীরসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর