মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কোরাম সংকটে সংসদে হৈচৈ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করছিলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। স্বতন্ত্র সদস্য তাহজীব আলম সিদ্দিকী স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদে কোরাম নেই। অধিবেশন কক্ষে ৫৬ জন সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। এ সময় সংসদে উপস্থিত সরকারদলীয় সদস্যরা কোরাম আছে, কোরাম আছে বলে হৈচৈ শুরু করেন। কামাল মজুমদার বক্তব্য বন্ধ করে দেন। চিফ হুইপ আ স ম ফিরোজ অধিবেশন কক্ষ থেকে দ্রুত বেরিয়ে যান। কয়েক মিনিটের মধ্যে তিনি লবি থেকে কয়েকজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি ঘোষণা করেন কোরাম সংকট হয়নি। প্রয়োজনীয় সংখ্যক সংসদ সদস্য সংসদে রয়েছেন। এখন সংসদে ৬২ জন সদস্য উপস্থিত রয়েছেন। পরে বক্তব্য শুরু করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তখন সময় সোয়া ৮টা।

গতকাল সংসদের শীতকালীন অধিবেশনে এ ঘটনা ঘটে। সংসদের কার্যপ্রণালীর বিধান অনুসারে কমপক্ষে ৬০ জন সংসদ সদস্য অধিবেশন কক্ষে উপস্থিত না থাকলে কোরাম পূর্ণ হবে না বলে বিবেচিত হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর