মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সংসদে ওবায়দুল কাদের

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নেই

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  মাওয়া-জাজিরা পয়েন্টে পদ্মা সেতুর নির্মাণ কাজ চলমান রয়েছে। ২০১৮ সাল নাগাদ এ সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। তাই বর্তমান অর্থবছরে পদ্মা সেতু-২ নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে ভবিষ্যতে পদ্মা সেতু-২ নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের শীতকালীন অধিবেশনে মাগুরা-১ আসনের এমপি মে. জে. এটিএম আবদুল ওয়াহহাব (অব.) এর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অবৈধভাবে চলে ইজিবাইক ও ক্ষুদ্র যানবাহন : নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ব্যাটারিচালিত ইজিবাইক ও ক্ষুদ্র যানবাহন দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে চলাচল করে। তিনি জানান, অধ্যাদেশ অনুযায়ী ব্যাটারিচালিত যানবাহন মোটরযান নয় বলে বিআরটিএ থেকে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হয় না। এগুলো অবৈধভাবে রাস্তায় চলাচল করে। আইন প্রয়োগকারী সংস্থা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে। বেগম লুত্ফা তাহেরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১ আগস্ট ২০১৫ সাল থেকে সড়কে নিরাপত্তা বিধানে সব জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার  অটোরিকশা/অটোটেম্পু এবং সব শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। গত ২৭ জুলাই ২০১৫ তারিখে প্রজ্ঞাপন জারি করা হয়। সম্প্রতি হাই কোর্ট বিভাগ একই নির্দেশনা প্রদান করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশনাটি বাস্তবায়ন করতে পারেন বলেও উল্লেখ করেন মন্ত্রী।

সর্বশেষ খবর