মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জনবল সংকটে ১৩৮টি রেল স্টেশন বন্ধ : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রেলমন্ত্রী মো. মুজিবুল হক জাতীয় সংসদে বলেছেন, বাংলাদেশ রেলওয়েতে জনবল স্বল্পতা বিরাজ করছে। এ কারণে বর্তমানে রেলওয়ের ৪৫৯টি স্টেশনের মধ্যে ১৩৮টির কার্যক্রম আংশিক/সম্পূর্ণ বন্ধ রয়েছে। গতকাল শীতকালীন অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, তবে এরই মধ্যে সরকারি স্টেশন মাস্টার পদে ২৬৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মধ্যে ১৩৯ জনকে প্রশিক্ষণ শেষে অভিন্ন স্টেশনে নিয়োগ দেওয়া হয়েছে। অবশিষ্ট ১২৮ জনের প্রশিক্ষণ আগামী এপ্রিলে সমাপ্ত হবে। প্রশিক্ষণ শেষে বর্ণিত সহকারী স্টেশন মাস্টারদের বিভিন্ন বন্ধ রেল স্টেশনে পদায়ন করে বন্ধ স্টেশন সংখ্যা কমানো হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেল যোগাযোগের লক্ষ্যে মাওয়া হতে বরিশাল রেল লাইন নির্মাণের পরিকল্পনা এরই মধ্যে করা হয়েছে। এ উদ্দেশ্যে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা-যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া ভাঙ্গা হতে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণের জন্য সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ খবর