বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তাড়াশ ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের তাড়াশ ডিগ্রি কলেজ জাতীয় করণের দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মীর হোসনেরা বেগম, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক মোজদার হোসেন, কলেজের শিক্ষক আবুল বাশার, ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন জেমস, ইকবাল হোসেন রুবেল, আতিকসহ ঢাকাস্থ তাড়াশবাসী। মানববন্ধন শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত উপজেলা সদরের কলেজটিকে জাতীয়করণ না করে কতিপয় স্বার্থান্বেষী মহলের যোগসাজশে প্রত্যন্ত অঞ্চলের নন এমপিওভুক্ত একটি কলেজ জাতীয়করণের প্রক্রিয়া চালানো হচ্ছে। এতে তাড়াশ উপজেলার তিন লক্ষাধিক মানুষ তথা চলনবিলবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার। কিন্তু কতিপয় স্বার্থান্বেষী মহলের কারণে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারিকরণের মূল সুর ভেস্তে যাচ্ছে। বক্তারা জেলার অন্যতম পুরাতন ও ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে সরকারের মহতি উদ্যোগকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর