বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে আগ্রহী করতে মাইক্রোসফটের কর্মশালা কাল

নিজস্ব প্রতিবেদক

স্কুলপড়ুয়া শিশুদের কম্পিউটার প্রোগ্রামিং বিষয়ে ধারণা দিতে ‘কোডিং ফর কীডস’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে মাইক্রোসফট বাংলাদেশ। আগামীকাল ৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বেসিস সফট এক্সপো ২০১৭-এর অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। দেশের সব স্কুলের ১ম-৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সকাল ১০টা-১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মশালাটি উন্মুক্ত রাখা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। এই কর্মশালা সম্পর্কে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের উচিত ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কাজ করা। আমরা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের অনুরোধ করব এই কোডিং কর্মশালায় আসার জন্য। বেসিস সফট এক্সপো আগামীকাল শুরু হয়ে চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর