শিরোনাম
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রোহিঙ্গাদের মানবিক কারণে হাতিয়া দ্বীপে সরানো হচ্ছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ‘মানবিক কারণেই’ রোহিঙ্গা শরণার্থীদের কক্সবাজার থেকে নোয়াখালীর হাতিয়া দ্বীপে সরানো হচ্ছে। ‘বাস্তবতা বিবেচনায়’ নীতিগত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি গতকাল সাংবাদিকদের বলেছেন, ‘মিয়ানমারে প্রত্যাবাসনের আগে হাতিয়ায় তারা (রোহিঙ্গারা) আরও ভালোভাবে থাকতে পারবেন।’ তিনি বলেন, শরণার্থী শিবির এবং তার বাইরে থাকা রোহিঙ্গারা কক্সবাজারের সার্বিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তাদের সরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে কক্সবাজারে যেখানে রোহিঙ্গারা থাকছেন, সেখানে তাদের চিকিৎসাসহ মানবিক অন্যসব সুবিধার বন্দোবস্ত করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সেখানকার পরিস্থিতি যে খারাপ, সেটা যে কেউ দেখলেই বুঝবে। তিনজন থাকতে পারে যে ঘরে, সেখানে থাকছে ১০ জন।

তিনি উল্লেখ করেন, এই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও মিয়ানমার সাড়া দিচ্ছে না। গত মঙ্গলবার মিয়ানমার সরকার গঠিত একটি কমিশনের কাছেও একই আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর