শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সুপারিশকৃত নাম প্রকাশ করা উচিত হবে না

—ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির কাছে সার্চ কমিটির সুপারিশ করা নাম গণমাধ্যমে প্রকাশ করা উচিত হবে না।  গতকাল বিকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির বার্ষিক সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতি এবং সার্চ কমিটি ঠিক করবেন তারা প্রস্তাবিত নাম মিডিয়ায় প্রকাশ করবেন কি করবেন না। আমার মনে হয়, এ ধরনের রিকমেন্ডেশন আগেভাগেই প্রকাশ করা উচিত নয়। আকাশে যখন চাঁদ উঠবে, তখন সবাই দেখতে পাবে। কিন্তু তার আগে মিডিয়ায় প্রকাশ করা আমার মনে হয় ঠিক নয়। তার পরও গোপন থাকবে এ গ্যারান্টিও আমি দিতে পারছি না।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সার্চ কমিটির সবাই দায়িত্বশীল ব্যক্তি, তবু কেউ হয়তো রাষ্ট্রপতির কাছে তাদের সুপারিশ করা নাম ফাঁস করে দিতে পারেন।

তবে রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন উপহার দেবেন বলেও আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর