শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী ২ এপ্রিল শুরু হবে। পরীক্ষার সময়সূচি অনুমোদন করে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি আপলোড করা হয়েছে। এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজের (ডিআইবিএস) লিখিত পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৫ মে। এছাড়া আলিম পরীক্ষা ৩ মে, এইচএসসি ভোকেশনাল ১৭ এপ্রিল, এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনা, ২৯ এপ্রিল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শেষ হবে ১৯ এপ্রিল। এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। যেসব বিষয়ে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সেগুলোর ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ২৫ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর