রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উন্নয়ন হয়েছে তবে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি : এরশাদ

পটুয়াখালী প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘বর্তমান সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এত উন্নয়ন আমার মনে হয় কোনো সময় হয়নি। তবে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি।’

গতকাল দুপুরে পটুয়াখালী সার্কিট হাউস হলরুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠা হয়নি বলেই দেশে সাংবাদিক নির্যাতন ও হত্যার মতো ঘটনা ঘটছে। আগে এমন ঘটনা কখনো ঘটেনি।’ নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, বর্তমান নির্বাচন কমিশন ছিল মেরুদণ্ডহীন। এ কারণে তাদের সময় নির্বাচন সুষ্ঠু হয়নি। তবে নিরপেক্ষ ও যোগ্য ব্যক্তির দ্বারা নির্বাচন কমিশন গঠন করা হলে আগামীতে সুষ্ঠু নির্বাচন হবে।’ এরশাদ এর আগে পটুয়াখালীতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত জেলা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টি মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ সিনিয়র নেতারা ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর