সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
সেমিনারে বক্তারা

এনবিআরকে সাইবার নিরাপত্তা দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সাইবার নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেছেন, সাইবার নিরাপত্তার ঝুঁকিতে থাকা সরকারি ২১টি প্রতিষ্ঠান বা সংস্থার মধ্যে এনবিআর অন্যতম। তাদের নিরাপত্তার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। গতকাল রাজধানীর সেগুন বাগিচার রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ডিজিটাল এনবিআর ও সাইবার নিরাপত্তা কার্যক্রম’ শীর্ষক সেমিনারে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন প্রতিমন্ত্রী। এতে সভাপতিত্ব করেন  এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর