বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নূর হোসেনসহ ১৭ জনের আপিল গ্রহণ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৭ আসামির আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাই কোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায়ে তাদের বিরুদ্ধে করা জরিমানার আদেশ স্থগিত করা হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ মামলায় আসামিদের করা আপিল, কারা কর্তৃপক্ষের মাধ্যমে করা জেল আপিল এবং নিম্ন আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্সে শুনানি একসঙ্গে হবে বলে জানিয়েছে আদালত।আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান, হেলাল উদ্দিন মোল্লা, এআরএম লুত্ফুর রহমান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ শুনানি করেন।

নূর হোসেনসহ ১৭ আসামি হলেন— তারেক সাঈদ  মোহাম্মদ, মাসুদ রানা, আরিফ হোসেন, এমদাদুল হক, হিরু মিয়া, বেলাল হোসেন, আবু তৈয়ব, মো. শিহাব উদ্দিন, পূর্ণেন্দু বালা, আসাদুজ্জামান নূর, মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দিপু, আরিফ হোসেন, আবুল বাশার ও রহম আলী। এর আগে ২২ জানুয়ারি সাত খুনের মামলার ডেথ রেফারেন্সের নথি হাই কোর্টে আসে। ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুন মামলায় পাঁচ বাহিনীর সাবেক ১৬ কর্মকর্তা ও সদস্যসহ ২৬ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

সর্বশেষ খবর