রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ উদ্বিগ্ন

নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং আতঙ্কিত বলে মন্তব্য করেছেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি’র নেতারা। তারা বলেন, আইনের উপস্থিতি ছাড়া উত্কৃষ্ট নাগরিক জীবন গড়ে তোলা সম্ভব নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বক্তব্য রাখেন পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।

 মহাসচিব আহমেদুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা। 

ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, সুশাসন প্রতিষ্ঠিত না হলে আইন সঠিকভাবে কার্যকর বাধা হয়ে দাঁড়ায় এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ সাধারণ মানুষ দিশেহারা। সিন্ডিকেটের কারণে আজ দ্রব্যমূল্য যে হারে বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ার মতো। তিনি সিন্ডিকেট মুক্ত বাজার মনিটরিং সেল গঠনের আহ্বান জানান।

সর্বশেষ খবর