সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাগর-রুনির হত্যার বিচার দাবিতে ২৫ ফেব্রুয়ারি সাংবাদিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেফতার এবং ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে ২৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন—বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন—ডিইউজের সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সাগর-রুনি হত্যায় জড়িতদের গ্রেফতারের কোনো আশ্বাসই এ পর্যন্ত বাস্তব রূপ পায়নি। হত্যা, নির্যাতন, মামলা আর হামলা যেন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সাংবাদিকের দাবি পূরণ না হলে ২৫ ফেব্রুয়ারির সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদকর্মীদের জন্য অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা না হলে তথ্য মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা করা হয় সমাবেশে। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, কুদ্দুস আফ্রাদ, আতিকুর রহমান চৌধুরী, শাহেদ চৌধুরী, রাজু আহমেদ, রুহুল আমিন রাসেল প্রমুখ।

সর্বশেষ খবর