মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আজ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

কোস্টগার্ডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ জন্য বাহিনীর সদর দফতরসহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ১৯৯৪ সালে কোস্টগার্ড আইন পাস হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরের বছর ১৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ড বাহিনী যাত্রা শুরু করে। শুরুতে নৌবাহিনী থেকে প্রেষণে যোগ দিয়েছিলেন অল্প কয়েকজন কর্মকর্তা ও নাবিক। দুটি প্যাট্রল ক্রাফট নিয়ে তারা দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২২ বছরে বাহিনীতে যোগ হয়েছে অত্যাধুনিক সব বাহন ও অস্ত্র। দেশের জলসীমায় দস্যুতা রোধে এই বাহিনী অভিযান চালিয়ে ২০১৬ সাল পর্যন্ত তিন হাজার ৫২৯ জনকে আটক করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর