Bangladesh Pratidin

প্রকাশ : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০২:৩৭
প্রমাণ পেলে বাতিল হবে গণিত পরীক্ষা
নাহিদ
নিজস্ব প্রতিবেদক
bd-pratidin

এসএসসির ঢাকা বোর্ডের গণিত (আবশ্যিক) প্রশ্ন ফাঁসের বিষয়টি তদন্তে প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রবিবার অনুষ্ঠিত ওই পরীক্ষার আগের রাতে পাওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নপত্র হুবহু মিলে যাওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশের পর এ নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ ব্যাপারে গতকাল শিক্ষামন্ত্রী বলেন, ‘যদি দেখা যায় যে আগেই প্রশ্ন আউট হয়েছিল এবং এর ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা কেউ লাভবান হয়েছে, তাহলে নিশ্চয় আমরা গণিতের পরীক্ষা বাতিলের বিষয়টি ভেবে দেখব।’ তবে তদন্তের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কমিটি আমাদের করাই আছে। আমরা বিভিন্নভাবে বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শিক্ষামন্ত্রীর দাবি, আগের রাতে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্ন মিলেনি। তবে পরীক্ষা শুরুর ৪০ মিনিট আগে গণিতের প্রশ্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে চলে আসে বলে স্বীকার করেন তিনি।

এই পাতার আরো খবর
up-arrow