মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জসীমউদ্দীন হল থেকে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের এক শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মীরা মারধর ও ভয়ভীতি প্রদর্শন করার ঘটনায় হল কর্তৃপক্ষ পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার এবং দুই শিক্ষার্থীকে লিখিতভবে সতর্ক করেছে। জানা গেছে, দুজনকে হল থেকে আজীবন ও তিনজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আজীবন বহিষ্কৃতরা হলেন ভৌত বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ রেজাউল করিম (হিরা) এবং বাংলা বিভাগের শিক্ষার্থী রেজওয়ানুল হক (শাকিল)। দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলেন দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. তুহিন, সমাজকল্যাণ বিভাগের দ্বিতীয় বর্ষের আবুল হোসেন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সোহাগ দেওয়ান। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শাওন সরদার ও ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের তানভীর আহমেদকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।

হলের প্রাধক্ষ্য অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ বলেন, আমরা ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছি। যাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের আমরা পর্যবেক্ষণ করব।

সর্বশেষ খবর