বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
হোশি কোনিও হত্যা মামলা

যুক্তিতর্ক ১৯ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলার যুক্তিতর্কের দিন ১৯ ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। গতকাল মামলার আসামি জেএমবি সদস্য সাখাওয়াত হোসেন ওরফে রাহুলের (৩০) পক্ষে সাফাই সাক্ষী গ্রহণের পর রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার যুক্তিতর্কের এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক  বাবু সোনা জানান, বেলা ১১টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়াবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মজিদ মণ্ডল আসামি সাখাওয়াতের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। তিনি আদালতে দাবি করেন, সাখাওয়াত হোশি কোনিও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। সাখাওয়াতের বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়াবাড়ী ইউনিয়নের হলদিয়ার চর এলাকায় বলে জানান আইনজীবী রথীশ।

সকালে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত আট আসামির মধ্যে কারাগারে থাকা পাঁচজনকে আদালতে হাজির করা হয়।

সর্বশেষ খবর