Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০৬
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ
এসএসসির গণিত পরীক্ষা এখনই বাতিল নয়
শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, সিলেট

এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবরে এখনই পরীক্ষা বাতিল করা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে আরও যাচাই-বাছাই শেষে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। গতকাল দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস কোথায় হয়েছে, কীভাবে হয়েছে— তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন ফাঁসের ফলে পরীক্ষায় কী প্রভাব পড়েছে, কতটুকু পড়েছে, আংশিক না সার্বিক— তা বুঝেই ব্যবস্থা নেওয়া হবে। কিছু শিক্ষক এমন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি। যারা প্রশ্ন ফাঁস করেছে এবং যে অভিভাবক টাকার বিনিময়ে প্রশ্ন কিনেছে তাদের চিহ্নিত করেও ব্যবস্থা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী।

এই পাতার আরো খবর
up-arrow