বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাত খুনের আরও একজনের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ওয়াহিদুজ্জামান সেলিমকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সেলিম ২০১৫ সালের ১৪ জুন ভারতের কলকাতায় নূর হোসেনের সঙ্গে গ্রেফতার হন। ওই বছরের ৩ ডিসেম্বর কলকাতার আদালত থেকে তিনি জামিন পান। নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করে, যেখানে ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে নয়জন ছিলেন পলাতক। তাদের মধ্যে একজন সার্জেন্ট এনামুল কবিরকে ৫ ফেব্রুয়ারি মাগুরা থানা পুলিশ গ্রেফতার করে। আর ১২ ফেব্রুয়ারি সৈনিক আবদুল আলীম আদালতে আত্মসমর্পণ করেন।

সর্বশেষ খবর