বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দীর্ঘদিন কারাবন্দী আটজনকে কেন জামিন নয়

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন কারাগারে আটক আট আসামিকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করে। এসব বন্দীর বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক আদালতের নথিও তলব করা হয়েছে। আটজনের মধ্যে হত্যা মামলার আসামি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার দক্ষিণ পাউসার গ্রামের বশির উদ্দিনের ছেলে মো. জালাল ১৪ বছর ধরে কারাবন্দী। মুন্সীগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে তার মামলাটি বিচারাধীন।

সর্বশেষ খবর