বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কাজী আরেফ হত্যার ১৮তম বার্ষিকী আজ

এখনো পলাতক ফাঁসির ৫ আসামি

কুষ্টিয়া প্রতিনিধি

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদসহ পাঁচ জাসদ নেতা হত্যার ১৮তম বার্ষিকী আজ। ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞের এ ঘটনায় তিন ঘাতককে ফাঁসি দেওয়া হলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। এ ছাড়া আজও শনাক্ত করা যায়নি ঘটনার মূল পরিকল্পনাকারীদের। ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সন্ত্রাসবিরোধী জনসভায় চরমপন্থি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্মমভাবে নিহত হন কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী, ইসরাইল হোসেন ও সমশের মণ্ডল।

নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয় জাসদ নেতারা পলাতক আসামিদের গ্রেফতার করে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা কাজী আরেফের স্মৃতি রক্ষায় কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণেরও দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর