বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সন্ধান মিলেছে কোটি টাকার সেই পাজেরো মালিকের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কোটি টাকা দামের সেই মিত্সুবিসি পাজেরো গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়িতে থাকা ব্যাংকের একটি ডেবিট কার্ডের সূত্র ধরে শুল্ক ফাঁকি দিয়ে আনা গাড়িটির ব্যবহারকারীর সন্ধান পেয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। গাড়িটির বর্তমান বাজার মূল্য ১ কোটি টাকা হতে পারে। সোমবার বিকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে অভিযান চালিয়ে বিলাসবহুল এই পাজেরো জিপটি আটক করে শুল্ক গোয়েন্দারা। গাড়িটি পার্ক করা অবস্থায় থাকার কারণে তখন ব্যবহারকারীর পরিচয় জানাতে পারেননি কর্মকর্তারা। জানতে পারেননি গাড়ির ইঞ্জিন, চেসিস এবং মডেল নাম্বারও। গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মঈনুল খান বলেন, গাড়িটি ‘অদ্ভুত নম্বর প্লেট’ ব্যবহার করে চলাচল করার অভিযোগ থাকায় নজরদারিতে ছিল। এরই অংশ হিসেবে সোমবার অভিযান চালিয়ে এটি আটক করা হয়। তিনি বলেন, আটককালে প্লেটে চট্ট মেট্রো-শ-০০-০০৯৭ প্লেট পাওয়া যায়। বিআরটিএ জানিয়েছে, গাড়িতে ব্যবহূত নাম্বারটি তাদের সিস্টেমসে নিবন্ধিত নয়। ডিজিটাল নম্বরের পরিবর্তে ম্যানুয়াল নাম্বার ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, মিডল্যান্ড ব্যাংকের ডেবিট কার্ড নাম্বারের সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে গতকাল গাড়ি ব্যবহারকারীর সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক শাহেদ হোসাইন। নগরীর ১ নম্বর জয়নগর এলাকার ১৮ নম্বর লেনের ৫২বি বাড়ির মোহাম্মদ ইউসুফের ছেলে শাহেদ হোসাইন। পাসপোর্টের স্থায়ী ঠিকানা অনুযায়ী শাহেদ রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সর্বশেষ খবর