বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতে আটক দুই বাংলাদেশি কিশোরকে হস্তান্তর

কলকাতা প্রতিনিধি

অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটক হওয়া দুই বাংলাদেশি কিশোরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল সকালে হিলি সীমান্ত দিয়ে এদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন হিলি ইমিগ্রেশনের ওসি নাজির হোসেন, বিএসএফ ও শুভায়ন হোমের কর্মকর্তা পরেশ হোড়, বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেন, বিজিবির কোম্পানি কমান্ডার আবদুল মান্নান মোল্লাসহ অন্য কর্মকর্তারা। জানা গেছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সরকারি হোম ‘শুভায়ন’-এ ১৮ মাস ধরে দুই কিশারকে রাখা হয়েছিল।

এরা হলো আল আমিন (১৭) ও মোমেন (১৭)। আল আমিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ফরিজপুরে এবং মোমেনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। বিএসএফ জানায়, কাজের সন্ধানে এরা হিলি সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হয়েছিল।

সর্বশেষ খবর