বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
পাঁচ সেরা করদাতা পেল ট্যাক্স কার্ড

অনেকেই এখন স্বেচ্ছায় আয়কর দিতে আসছেন

------নজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

দেশের করদাতাদের মধ্যে সচেতনতা এবং দায়িত্ববোধ বাড়ায় এখন অনেকেই স্বেচ্ছায় আয়কর দিতে আসছেন বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেন, বর্তমানে আমরা নতুন রাজস্ব বোর্ড, সুশাসন ও উন্নততর আধুনিক ব্যবস্থাপনা কাঠামোর আওতায় কাজ করছি। কর বিভাগ সম্পর্কে জনগণের ধারণা আমূল বদলে গেছে। তৈরি হয়েছে করদাতাবান্ধব পরিবেশ। এনবিআর করদাতাদের উন্নততর করসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল সেগুন বাগিচার রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত ‘পাঁচজন সেরা করদাতার হাতে ট্যাক্স কার্ড প্রদান’ অনুষ্ঠানে এ কথা বলেন নজিবুর রহমান। তিনি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, অভিনেতা আফজাল হোসেন ও নিয়াজ মোহম্মদ এফসিএ’র হাতে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড সম্মাননা প্রদান করেন। গত বছর নভেম্বরে এনবিআর যে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সেরা করদাতা ঘোষণা করে ট্যাক্স কার্ড প্রদান করে— তাদের মধ্যে এই পাঁচজনের নামও ছিল।

সর্বশেষ খবর