শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রোগ যন্ত্রণায় পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ঘুমের বড়ি খেয়ে কামাল হোসেন চৌধুরী (৪৫) নামে পুলিশের এক কনস্টেবল আত্মহত্যা করেছেন। গতকাল সকাল ৭টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কামাল জেলার মিরপুর উপজেলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের শহিদুল চৌধুরীর ছেলে। তিনি মেহেরপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। কামালের ভগ্নিপতি আবু সাইদ জানান, কিছুদিন আগে তিনি পাহাড়ি টিলা থেকে পড়ে মেরুদণ্ডে আঘাত পান। বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সুস্থ হচ্ছিলেন না। প্রায়ই তার কোমরে অসম্ভব যন্ত্রণা হতো। পরিবারের সদস্যরা ভারতে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য তার পাসপোর্ট করতে দিয়েছিলেন। এরই মাঝে বুধবার রাতে তিনি কর্মস্থল থেকে বাড়ি চলে আসেন। পরে রাতে একসঙ্গে বেশ কয়েকটি ঘুমের বড়ি খেয়ে ফেলেন। বাড়ির লোকজন টের পাওয়ার পর রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সর্বশেষ খবর