শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সবজিতে স্বস্তি ফিরলেও চালে উত্তাপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বর্তমানে সবজির বাজারে স্বস্তি ফিরলেও উত্তাপ ছড়াচ্ছে চালের দামে। ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতার। কারণ সাধারণ মানুষের সবচেয়ে প্রয়োজনীয় চালের দামই বেড়েছে। জানা যায়, পাইকারি বাজার চাক্তাইয়ে মোটা বেতি চাল ৫০ কেজি বস্তা বিক্রি হচ্ছে ২০০০ টাকা, এক মাস আগেও এর দাম ছিল ১২০০ টাকা। বেতি-২৮ জাতের চাল বিক্রি হচ্ছে ২২০০ টাকা, এক মাস আগে বিক্রি হতো ১৩০০ টাকা। বেতি-২৯ জাতের চাল বিক্রি হচ্ছে ২১০০ টাকা, আগে বিক্রি হতো ১৪০০ টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে ২৩০০ টাকা, এক মাস আগেও বিক্রি হয়েছিল ১৬০০ টাকা। ভারতীয় বেতি বিক্রি হচ্ছে ১৫০০ টাকা, আগে বিক্রি হয় ১২০০-১৩০০ টাকা। অন্যদিকে গতকাল প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ১২-১৫ টাকা, শিম ৪০, বেগুন ৪০, বাঁধাকপি ১৫, ফুলকপি ৩০, মুলা কেজি ৩০, টমেটো ৩০, ঢেঁড়স ৮০ টাকা।  বক্সিরহাট কাঁচাবাজারের ক্রেতা আবুল মনসুর বলেন, সবজির দাম মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও চালের বাজারে উত্তাপ ছড়াচ্ছে কিছুদিন ধরে। এ নিয়ে সরকারের খাদ্য বিভাগের ভূমিকা রাখা উচিত।  গতকাল বাজারে প্রতি কেজি সাগরের কোরাল মাছ বিক্রি হয় ৭৫০ টাকা, বোয়াল ৫০০ টাকা, মৃগেল ৩০০, বড় কালো রূপচাঁদা ৮৫০, সাদা ৮৮০, বড় সুরমা মাছ ৪০০, কালিবাউশ ৩৫০, কাটা কোরাল ১০০০ টাকা, লাক্ষা ১৭০০, দেশি রুই ২৮০, তেলাপিয়া ১৩০-১৫০, পোঁপা ২০০- ৩৫০, লইট্টা ১৫০, বাইলা ৩০০, নারিকেল মাছ ১৮০, শোল ৪৫০-৫৫০, দেশি মাগুর আকারভেদে ৬০০-৮০০, শিং মাছ ৬৫০-১০০০, কৈ মাছ ৬০০-১০০০ ও টাকি মাছ ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ খবর