শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সারা দেশে ডিজিটাল সেন্টারে সুবিধাবঞ্চিত নারীরা হবে প্রযুক্তি উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে ৫২০০ ডিজিটাল সেন্টারে প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা তৈরির প্রোগ্রামে নারীদের কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ব্যবহার, মেরামত ও সমস্যা সমাধানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাদের মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের অন্তর্ভুক্ত করে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হয়। উদ্যোক্তারা ক্ষুদ্র ঋণ নিয়ে ছোট আইটি রিপেয়ার সেন্টার প্রতিষ্ঠা করতে পারেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের আওতাধীন দেশের ৫২০০টি ডিজিটাল সেন্টারকে আইটি রিপেয়ার সেন্টারে পরিণত করতে কাজ করছে শক্তি ফাউন্ডেশন। সম্প্রতি প্রতিষ্ঠানটি দেশের সুবিধাবঞ্চিত নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখায় মাইক্রোসফটের ইয়ুথস্পার্ক গ্র্যান্ট পেল শক্তি ফাউন্ডেশন। ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড বিভাগে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে শক্তি ফাউন্ডেশনকে এ স্বীকৃতি দেওয়া হয়। জানা গেছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) ও মাইক্রোসফট বাংলাদেশ মিলে দেশের বিভিন্ন অঞ্চলের ৫২০০টি ডিজিটাল সেন্টারে কাজ করে এমন সব নারীর প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার কাজে নিয়োজিত রয়েছে। এসব নারী যাতে প্রযুক্তি বিষয়ক উদ্যোক্তা হয়ে আত্মনির্ভরশীল হতে  পারে সে লক্ষ্যে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চলের আরও বেশি সংখ্যক নারীর সামাজিক ও আর্থিক উন্নয়নে মাইক্রোসফটের ইয়ুথস্পার্ক গ্র্যান্টটি বিশেষ সহায়তা করবে। এতে করে নারীরা কম্পিউটার মেরামত ও প্রযুক্তিগত সেবামূলক ব্যবসা পরিচালনা করতে সক্ষম হবেন। এ ছাড়া উইমেন এন্টারপ্রিনিউরস ইন টেকনোলজি ফর ডিজিটাল সেন্টারস (উইন্ডোজ উইমেন) শীর্ষক প্রোগ্রামটি নারীদের কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ক ডিজিটাল প্রশিক্ষণে বিশেষ ভূমিকা রাখবে। এসব প্রশিক্ষিত নারীরা নিজ নিজ অঞ্চলে আইটি সেবা দিতে পারবেন। দেশের সবকটি ইউনিয়ন, জেলা এবং শহরের ওয়ার্ডগুলোতে অবস্থিত সেন্টারগুলো থেকে সরকারি ও বেসরকারি চাকরি প্রাপ্তি ও উদ্যোক্তা তৈরিতে নারীদের সহায়তা প্রদান করা হয়।

সর্বশেষ খবর