মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ১১ জনের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিবেদন প্রকাশ করেন সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান। আসামিদের মধ্যে গ্রেফতারকৃত পাঁচজন হলেন— গফরগাঁওয়ের খলিলুর রহমান, সামসুজ্জামান ওরফে আবুল কালাম, মো. আবদুল্লাহ, মো. রইছ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী এবং ভালুকা উপজেলার  আবদুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার। এ ছাড়া পলাতক ছয় আসামির বিরুদ্ধে শিগগিরই প্রসিকিউশনের মাধ্যমে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চারটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ খবর